প্রেক্ষাপট
- আগর হলো- Aquilaria / Gyrinops গণভুক্ত বৃক্ষের কাঠের অভ্যন্তরে বাদামী হতে কালো রঙের সুগন্ধি রেজিন সমৃদ্ধ কাঠ এবং পৃথিবীতে প্রাপ্ত নন-টিম্বার শ্রেণির সবচেয়ে দামি দ্রব্য।
- প্রাচীনকাল থেকে এটি আয়ুর্বেদিক, ইউনানী, ইন্ডিয়ান, তিব্বতীয় ও প্রাগৈতিহাসিক চাইনিজ ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এবং বর্তমান যুগেও আগরের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
- রাসায়নিক, বায়োলজিক্যাল, বায়োকেমিক্যাল বা যান্ত্রিক আঘাতের ফলে সৃষ্ট উদ্দীপনায় আগর রেজিন সঞ্চয়ন/উৎপন্ন হয়।
- আগর চাষের সফলতা নির্ভর করে তার কার্যকর ইনুকোলেশন/ ইনডাকশন ও আগর সঞ্চয়নের পরিমাণের উপর ।
- যান্ত্রিক আঘাতের তুলনায় বৃক্ষাভ্যন্তরে প্রবিষ্ট ইনুকোলা/ ইনডিওসার এর প্রতিক্রিয়া আগর উৎপাদনে অধিক কার্যকর।
- একটি কার্যকর ইনুকোলা/ ইনডিওসার আবিষ্কার/উন্নয়নের মাধ্যমে উন্নতমানের আগর উৎপাদন, আগর-কাঠ, তেল ও আগর-জাত পণ্যের সহজ পরীক্ষণ ও গুণগত মাণ নির্ধারণ, গবেষণাগার স্থাপন এর লক্ষ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।